বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর ভৌগলিক এলাকায় ৪৬২টি উপজেলা রয়েছে। তন্মধ্যে, ৪৬১টি উপজেলার ৮৩,৬৪১টি গ্রাম গ্রিডভুক্ত এলাকায় এবং পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলাসহ ১,০৫৯টি গ্রাম অফগ্রিড বিবেচিত দুর্গম চরাঞ্চল/দ্বীপাঞ্চলে অবস্থিত। গত ১৩ আগস্ট ২০১৬ খ্রি.-এ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলাসহ ৬টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধনের মাধ্যমে উপজেলাভিত্তিক শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের সফল বাস্তবায়ন শুরু হয়। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পর্যায়ক্রমে অবশিষ্ট উপজেলাসহ শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়। সর্বশেষ গত ২১/০৩/২০২২ খ্রি. তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাপবিবো’র আওতাধীন ৪৬২টি উপজেলাসহ সারা দেশব্যাপী শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস