২০ জানুয়ারী ২০২৪ খ্রি.তারিখ শনিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সোনারগাঁ ৩৩/১১ কেভি আউটডোর বৈদ্যুতিক উপকেন্দ্রের সম্মুখভাগে ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং স্টেশন এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সম্মানিত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব অজয় কুমার চক্রবর্ত্তী।
ভবিষ্যতে বৈদ্যুতিক যানবাহনের চার্জিং চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক ১২০ কিলোওয়াট (২*৬০কি.ও.) ক্ষমতা সম্পন্ন ডিসি চার্জিং (ডুয়েল কানেক্টর), এসি চার্জার(২২ কি.ও.) প্রযুক্তিসহ ইভি (ইলেকট্রিক ভেহিক্যাল) চার্জিং স্টেশনটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় বাপবিবো’র সদস্য(অর্থ) ও সদস্য(সমিতি ব্যবস্থাপনা, অতিরিক্ত দায়িত্ব) জনাব দীপংকর বিশ্বাস, সদস্য (বিতরণ ও পরিচালন) জনাব দেবাশীষ চক্রবর্তী, প্রধান প্রকৌশলী(পরিকল্পনা ও পরিচালন) জনাব বিশ্বনাথ শিকদার, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব প্রকৌঃ মোঃ মাশফিকুল হাসানসহ বাপবিবো ও পবিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস